Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৫ জুন, ২০১৬ ২১:০২
আপডেট :
বিস্ময় বালকের বিস্ময় কীর্তি! (ভিডিও)
অনলাইন ডেস্ক
বিস্ময় বালকের বিস্ময় কীর্তি! (ভিডিও)

বয়স মাত্র ৯ বছর। আর এই বয়সেই তার কর্মকাণ্ডকে এক প্রকার বিস্ময় ছাড়া আর কিছুই বলা যায় না। এই বয়সেই তার এই কৃতিত্ব দেখে উপস্থিত সকলের চোখ একপ্রকার ছানাবড়া হয়ে গিয়েছিল। এমন অভাবনীয় পারফরম্যান্স দেখে অনেকটাই উত্তেজিত ছিলেন দর্শকরা।  

পারফরমারের নাকি কোন জাত হয় না। হয় না কোন দেশ-কাল-পাত্র। এই শিশুটির ক্ষেত্রেও হয়তো বিষয়টা একই। তার আছে শুধুই নিজের কৃতিত্বকে জাহির করার মঞ্চ। আর তাই সে পারফর্মার। অবাক করে দেওয়ার মতো সেই পারফরম্যান্সের ভিডিওটি দেখুন-

 

বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৬/হিমেল-২০

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow