Bangladesh Pratidin

প্রকাশ : ২৬ জুন, ২০১৬ ১৭:১৮
আপডেট : ২৬ জুন, ২০১৬ ১৭:২৩
সমুদ্রের পানিতে ভিজে ট্রেন যাত্রা!
অনলাইন ডেস্ক
সমুদ্রের পানিতে ভিজে ট্রেন যাত্রা!

ঢেউয়ে ভেজা সমুদ্রযাত্রা। সমুদ্রের পাড় ঘেঁসে ট্রেন যায় নিজস্ব গতিতে। আর সেই ট্রেনকে ভিজিয়ে দিচ্ছে উত্তাল সমুদ্র। এই ট্রেন যাত্রা যতটা মুগ্ধকর, ঠিক ততটাই ভয়ঙ্কর।  

এ যাত্র যেন ট্রেন যাত্রা নয় অন্য রকম এক যাত্রা। এটি ইংল্যান্ডের DAWLISH রেল রুট। সমুদ্রের উপরেই দেভনের এই DAWLISH  স্টেশন অবস্থিত। সাগরের ঢেউ সর্বদাই যেন ট্রেন ছুঁয়ে যায়।  

ট্রেনেই শুধু এরকম ভয়াবহ পথ আছে এমনটা নয়। মোটর গাড়ির পথগুলোও কম ভয়াবহ নয়। তবে এই পথে চলাচলে শুধুই যে ভয় এমনটা নয়। ভয়ের অনুভূতিটার মধ্যে অন্য এক আনন্দও লুকিয়ে থাকে।  


বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৬/হিমেল-২৫

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow