২৭ জুন, ২০১৬ ০৮:২৬

বিশ্বের সবচেয়ে 'কুৎসিত' কুকুর পেল ৯২ লাখের পুরস্কার

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে 'কুৎসিত' কুকুর পেল ৯২ লাখের পুরস্কার

বিশ্বের সবচেয়ে 'কুৎসিত' কুকুরদের প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেল স্যুইপি র‍্যাম্বো নামের ১৭ বছর বয়সী চিহুয়া জাতের কুকুর। প্রায় ৯২ লাখ টাকার পুরস্কার আর সঙ্গে একটা ৬ ফুট উচ্চতার ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে কুকুরটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ২৮ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে 'কুৎসিত' কুকুরদের প্রতিযোগিতা। বিচারকরা স্যুইপি র‍্যাম্বোকে দেখে জানালেন, বিগত দুই দশকে 'এত কুৎসিত' কুকুর তারা দেখেননি। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আরও ১৬টি কুকুর। এই ২৮তম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্যুইপি র‍্যাম্বোর স্বাভাবিক আচরণ এবং খারাপ চেহারা দেখে মুগ্ধ হয়েছেন বিচারকমণ্ডলী।

 

বিডি-প্রতিদিন/ ২৭ জুন, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর