২৯ জুন, ২০১৬ ১৯:৫২

গিনেস রেকর্ড বুকে টায়ার!

অনলাইন ডেস্ক

গিনেস রেকর্ড বুকে টায়ার!

অবিশ্বাস্য হলেও সম্প্রতি দুবাইয়ে ৪ কোটি রুপি মূল্যে চারটি টায়ার বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ৪ কোটি টাকা। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টায়ার হিসেবে টায়ার চারটি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের
দাম এত চড়া হওয়ায় স্বভাবতই প্রশ্ন জাগছে টায়ারগুলোর বিশেষত্ব কী?

খবরে বলা হয়েছে, টায়ারগুলোতে ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেট স্বর্ণ ও হিরার পাথর! টায়ার চারটি তৈরি করেছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান 'জেড টায়ারস।' আর তাতে বিচক্ষণতার সঙ্গে স্বর্ণ ও হিরা খচিত করেন ইতালির বিশ্বখ্যাত জুয়েলারি শিল্পীরা। এই অনন্য টায়ারগুলো দুবাইয়ের 'রেইফেন বাণিজ্য মেলায়' সম্প্রতি বিক্রি হয়। তখন এগুলোর মূল্য পড়েছিল ২.২ মিলিয়ন দিরহাম। ভারতীয় মুদ্রায় যা ৪ কোটি রুপিরও অধিক।

'জেড টায়ারস' কর্তৃপক্ষ জানায়, টায়ারগুলো বিক্রি থেকে অর্জিত অর্থ জেনিসেস ফাউন্ডেশনে দান করা হবে। সংস্থাটি বিশ্বব্যাপী শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে।

বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর