Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৮ জুলাই, ২০১৬ ২১:১৮
আপডেট :
তরুণীদের সঙ্গে বৃদ্ধ সাংসদের অশ্লীল নাচ! (ভিডিও)
অনলাইন ডেস্ক
তরুণীদের সঙ্গে বৃদ্ধ সাংসদের অশ্লীল নাচ! (ভিডিও)

ভারতের বিহারের সুরহিয়া গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছিল স্থানীয় সংসদ সদস্য শ্যাম বাহাদুর সিংকে। দিনভর খাওয়া-দাওয়ার পর রাতে অতিথিদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছিল নাচ-গানের।

বিপত্তিটা ঘটে এখানেই। রাত যত গভীর হয়, ততই মাত্রাছাড়া হতে থাকে নাচের অশ্লীলতা। দৃষ্টিকটূ ভঙ্গিতে মঞ্চে নাচতে থাকেন দুই তরুণী।

নাচের মঞ্চের একপাশে বসে বসে এসব দেখছিলেন বিহারের বড়হরিয়া কেন্দ্রের সংসদ সদস্য শ্যাম বাহাদুর সিং। বয়সে বৃদ্ধ হলেও তিনিও লোভ সামলাতে পারেননি। তরুণীদের সঙ্গে নেমে পড়েন মাঠে। জুতা জোড়া খুলে কোমর দোলাতে শুরু করলেন। বয়সের ভারে দাঁত নড়বড়ে হয়ে গেলেও প্রায় আড়াই মিনিট ধরে নাচলেন একটানা। নাচের সময় অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গিও করতে দেখা গেছে তাকে। ঘটনাটি গত বৃহস্পতিবারের।

দলের পার্লামেন্ট সদস্যর অশ্লীল নাচের এই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছে শাসকদল জেডিইউ। যদিও এই প্রথমবার নয়, এর আগেও একবার প্রকাশ্য মঞ্চে তরুণীদের সঙ্গে অশ্লীলভাবে নেচে বিতর্কের মুখে পড়েছিলেন শ্যাম বাহাদুর সিং।

ভিডিও:

 

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow