Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ জুলাই, ২০১৬ ১৬:৫১
আপডেট : ১৯ জুলাই, ২০১৬ ১৭:২২
সেনাবাহিনীর 'বীর' কুকুরের সম্মানে সমাধিফলক
অনলাইন ডেস্ক
সেনাবাহিনীর 'বীর' কুকুরের সম্মানে সমাধিফলক

ব্রিটিশ সেনাবাহিনী এক কুকুরের সম্মানে সমাধিফলক তৈরি করেছে। ব্রিটিশ সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বুস্টার নামের এই কুকুর লুকানো বিস্ফোরক খোঁজার কাজে নিয়োজিত ছিল। কুকুরটির দক্ষতার কারণে পৃথিবীর পাঁচটি দেশে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এটিকে। কর্মজীবনে অসংখ্য বিস্ফোরকের সন্ধান পেয়েছে বুস্টার।  

২০১২ সালে সেনাবাহিনীর কাজ থেকে অবসর নেয় কুকুরটি। মৃত্যুর পর  রয়্যাল এয়ার ফোর্সের সামনেই তার সমাধিফলক তৈরি করা হয়। ফলকে লেখা আছে বুস্টারের কীর্তির কথা।  


বিডি-প্রতিদিন/ ১৯ জুলাই, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow