Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

প্রকাশ : ২১ জুলাই, ২০১৬ ১৫:৩৪
রজনিকান্তের সিনেমা দেখতে ছুটি ঘোষণা
অনলাইন ডেস্ক
রজনিকান্তের সিনেমা দেখতে ছুটি ঘোষণা

তামিল সিনেমার সুপারস্টার রজনিকান্তের নতুন সিনেমা দেখার সুযোগ দিতে দক্ষিণ ভারতের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের একদিনের ছুটি দিয়েছে। শুক্রবার ভারতের প্রায় ১২ হাজার হলে একযোগে মুক্তি পাচ্ছে রজনিকান্তের নতুন সিনেমা কাবালি।

বিবিসি বলছে, ওই দিন ভারতের দক্ষিণাঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

এসব প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের কর্মীদের অসুস্থতার অজুহাত, নিজেদের মোবাইল ফোন বন্ধ রাখা এবং কাজে ফাঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়ার অন্যতম শীর্ষ পারিশ্রমিক পাওয়া অভিনেতা রজনিকান্তকে ভারতের অন্যতম ব্যবসাসফল তারকা বিবেচনা করা হয়।

মুক্তির আগে সিনেমার বিভিন্ন ধরনের স্বত্ত্ব বিক্রি করেই কাবালি তিন কোটি ডলার ব্যবসা করে নিয়েছে। তামিল ভাষায় নির্মিত এই 'গ্যাংস্টার ড্রামা' ধাঁচের সিনেমাটি তেলেগু, হিন্দি ও মালায় ভাষায়ও দাবিং করা হয়েছে।  

ছবিটির মুক্তি উপলক্ষ্যে দক্ষিণ ভারতে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে বলে জানা গেছে। চেন্নাই এবং ব্যাঙ্গালুরুর কয়েকটি কোম্পানি শুক্রবার ছুটি ঘোষণা করে নিজেদের কর্মীদের মধ্যে বিনামূল্যে কাবালির টিকেট বিতরণ করেছে।

একটি ব্যবসা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘এইচআর বিভাগ ছুটির দরখাস্তে সয়লাব হওয়া এড়াতে’ ওই দিনটিতে ছুটি ঘোষণা করেছে।

ব্যাঙ্গালুরু-ভিত্তিক একটি কোম্পানি জানিয়েছে, তারাও ছুটি ঘোষণা করেছে 'অসুস্থতার দরখাস্ত, মোবাইলের সুইচ অফ করে রাখা ও গণ-অনুপস্থিতি' এড়াতে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow