Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৩ জুলাই, ২০১৬ ১৫:২৭
আপডেট :
কমোড থেকে খাবার পরিবেশন যেখানে! (ভিডিও)
অনলাইন ডেস্ক
কমোড থেকে খাবার পরিবেশন যেখানে! (ভিডিও)

কমোড থেকে খাবার পরিবেশন করা হচ্ছে এক রেস্তোরাঁয়! হঠাৎ দেখেই নাক সিঁটকে উঠবে আপনার। ছবিটা ইন্দোনেশিয়ার এক রেস্তরাঁর। টয়লেট থিম-এর উপর তৈরি রেস্তরাঁটির নাম 'জাম্বান ক্যাফে'।  

অভিনব সেই রেস্তরাঁর খাবার পরিবেশন ব্যবস্থা। সত্যিকারের কমোডে করে সেখানে খেতে দেওয়া হয় আগুন্তকদের।  

আর সেই কমোড থেকেই মনের সুখে 'সুস্বাদু' সেসব খাবার খেয়ে চলেন ভোজনরসিকের দল। ইন্দোনেশিয়ায় এই টয়লেট-থিম রেস্তরাঁটির দারুণ চাহিদা। সারাক্ষণই সেখানে উত্সাহীদের লম্বা লাইন পড়ে থাকে। বিশেষভাবে কমোডে করে তারা ইন্দোনেশিয়ান খাবার 'বাকসো' খেতে বেশি পছন্দ করেন। কালচে রঙের স্যুপের মধ্যে মাংসের বল। এটাই হল 'বাকসো'।  

কারুর যদি এসব কিছু দেখে বমি পায়, রয়েছে সেই ব্যবস্থাও। রেস্তরাঁ কর্তৃপক্ষের বক্তব্য, আসলে তাদের উদ্দেশ্য মানুষের মধ্যে টয়লেট ও স্যানিটেশন নিয়ে সচেতনতা বৃদ্ধি করা।

 


বিডি প্রতিদিন/২৩ জুলাই ২০১৬/হিমেল-০১

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow