২৪ জুলাই, ২০১৬ ১১:৩০

উষ্ণ বেলুনে চড়ে বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক

উষ্ণ বেলুনে চড়ে বিশ্ব রেকর্ড

ফেডার কোনিউকভ নামের এক রুশ অভিযাত্রী হট এয়ার বেলুনে চড়ে বিশ্ব ভ্রমণের নতুন একটি রেকর্ড গড়েছেন। ইতিমধ্যে উষ্ণ হাওয়া ভরা বেলুনে বিশ্ব পাড়ি দিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ায় তিনি নিরাপদে অবতরণ করেছেন। ১১ দিন ছয় ঘণ্টায় তিনি বিশ্ব ভ্রমণ শেষ করেছেন বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর বিবিসির।

ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন যদি এই তথ্য নিশ্চিত হিসাবে রেকর্ড করে তাহলে কোনিউকভ ২০০২ সালে আমেরিকান অভিযাত্রী স্টিভ ফসেটের গড়া রেকর্ড টপকে যাবেন।

কোনিউকভ ৫৬ মিটার উঁচু একটি বেলুন থেকে ঝোলানো কার্বন তন্তু দিয়ে তৈরি বাক্সে চড়ে বিশ্ব পরিক্রমা করেছেন। গোটা যাত্রাপথে হাড়কাঁপানো ঠাণ্ডা এবং ক্লান্তির সঙ্গে তাকে লড়াই করতে হয়েছে।

তার ছেলে অস্কার কোনিউকভ বলেছেন, তার বাবা প্রথম চেষ্টাতেই তার এই অভিযান সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। অস্কার আরও বেলন, তার বাবা স্টিভ ফসেটের অভিযানের চেয়ে এক হাজার কিলোমিটার বেশি এলাকা পাড়ি দিয়েছেন।


বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর