২৩ আগস্ট, ২০১৬ ০৮:৩৫

১২ বছরের ছেলের বেল্টে বাধা বোমা!

অনলাইন ডেস্ক

১২ বছরের ছেলের বেল্টে বাধা বোমা!

আর পাঁচজন ছেলের থেকে ওদের আলাদা করা যাবে না। গায়ে মেসির বার্সেলোনার জার্সি। অসহায় সরল মুখ। কিন্তু এরাই এখন আইএস জঙ্গিদের সবচেয়ে বড় অস্ত্র। ইরাকের রাস্তায় রাস্তায়, সামাজিক অনুষ্ঠানে, বড় জমায়েতে এরা হারিয়ে যাচ্ছে। সেখানেই তারা মানববোমা হয়ে মিশে যাচ্ছে। বছর ১২-এর সন্দেহভাজন এমন এক ছেলেকে ক'দিন আগে পুলিশ আটক করেছে। 

ছেলেটাকে তল্লাসি চালানোর পরেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কিন্তু ওর বেল্টেই লুকিয়ে ছিল বোমা। খুলে দিলেই ফেটে যাবে। এমনই এ নিয়ে এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

ক'দিন আগেও ঠিক এমনই এক শিশুর বোমার আঘাতে তুর্কিতে এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে ৫১ জন মারা যান, আহত হন শতাধিক। তারপর থেকেই ইরাকে বেড়েছে সতর্কতা। উত্তর ইরাকের কিরকুকেও কিছুটা একই ধরনের ঘটনা ঘটে। শিশুর বেল্টে বোমা রেখে উড়িয়ে দেওয়া হয়। দুজন শিশু মারা যায়। 

সূত্র: জি নিউজ


বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৬/হিমেল-০২

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর