২৯ আগস্ট, ২০১৬ ১৪:১০

বিশ্বের সবচেয়ে রঙিন উৎসব

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে রঙিন উৎসব

রঙিন এক উৎসব নিয়েই জমজমাট হাঙ্গেরির বুদাপেস্ট। ইউরোপের প্রতিটি কোণা থেকে পর্যটকের ঢল নামেছে ছোট্ট এই শহরে। সঙ্গীতের মূর্ছনা এখন রাস্তা জুড়ে। উপলক্ষ্য একটাই, বার্ষিক সিজেট উৎসব। ২৪ বছর আগে শুরু হওয়া ছোট্ট এই মিউজিক্যাল শো এখন ইউরোপের সবচেয়ে বড় উৎসব। সিজেটে যোগ দিতে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে হাঙ্গেরিতে ভিড় জমিয়েছেন অসংখ্য পর্যটক।

প্রতিবারই সিজেটে যোগ দেন বিভিন্ন দেশের শিল্পীরা। এবারের স্টেজ মাতাবেন কেমিক্যাল ব্রাদার্স, মিউজ, ডেভিড গুট্টা।তবে সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই পপস্টার রিহানা। 

তবে শুধুই মিউজিক নয়। সিজেটের আরেক আকর্ষণ অ্যামবিয়েন্স। সিজেট উপলক্ষ্যে সুন্দর করে সেজে উঠেছে বুদাপেস্ট। শহর জুড়ে রয়েছে নানা আকৃতির শিল্পকর্ম। রাস্তায় রাস্তায় চলছে স্ট্রিট থিয়েটার। আসর জমাচ্ছেন লোকশিল্পীরা। সবমিলিয়ে জমজমাট হাঙ্গেরির বুদাপেস্ট।

সূত্র: জি নিউজ

 

বিডি প্রতিদিন/২৯ আগস্ট ২০১৬/হিমেল-২১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর