শিরোনাম
২৯ আগস্ট, ২০১৬ ১৭:৩৮

টাঙ্গাইলে এক বাছুরের ২ মাথা!

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলে এক বাছুরের ২ মাথা!

টাঙ্গাইলের নাগরপুরে দুই মাথাবিশিষ্ট এক বাছুরের জন্ম হয়েছে। সোমবার ভোরে উপজেলা সদরের কাছে নঙ্গিনাবাড়ী গ্রামের দিনমজুর মো. ইনছু মিয়ার গৃহপালিত গাভী বাছুরটি প্রসব করে। প্রসবের ঘণ্টাখানেক পর বাছুরটি মারা যায়।  

এদিকে গাভীর দুই মাথাবিশিষ্ট বাছুর প্রসবের খবরে আশপাশ এলাকার শত শত উৎসুক নারী-পুরুষ বাছুরটিকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছে।

গৃহকর্তা ইনছু মিয়া জানান, সোমবার ভোরে গাভীটি দুই মাথাবিশিষ্ট জীবিত একটি বাছুর প্রসব করে। দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে ওই গাভীটি পালন করে আসছেন।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুল ইসলাম জানান, এটি সম্পূর্ণভাবে প্রকৃতির খেয়াল। তবে একটি ডিম্বানুর মধ্যে দুটি শুক্রাণু প্রবেশ করলে এমনটি হতে পারে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর