Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১ সেপ্টেম্বর, ২০১৬ ০৮:৩৩
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২৭
বৃহস্পতিবার সূর্যগ্রহণ দেখতে পারেন আপনিও!
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার সূর্যগ্রহণ দেখতে পারেন আপনিও!

সূর্যগ্রহণ দেখার আগ্রহ থাকলেও, পৃথিবীর সব অংশের মানুষ একই সঙ্গে তা দেখতে পান না। আগামী ১ সেপ্টেম্বরের সূর্যগ্রহণ যেমন শুধু দেখতে পাওয়ার কথা আফ্রিকা অধিবাসীদেরই। কেননা পৃথিবীর ওই অংশ থেকেই দৃশ্যমান হবে সূর্যগ্রহণ। তবে চাইলে আফ্রিকায় না থেকেও দেখতে পাওয়া যাবে এই দৃশ্য।

প্রতি বছরই হয় এই সূর্যগ্রহণ। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখনই এ ঘটনা ঘটে। তবে প্রতিবারই যে তা এক জায়গা থেকে দৃশ্যমান হয় তা নয়, এবার যেমন তা দেখা যাবে আফ্রিকার বিভিন্ন দেশগুলো থেকে। অক্ষাংশ-দ্রাঘিমাংশে হিসেব কষে জ্যোতির্বিজ্ঞানীরা তাই বলছেন।

তবে ভারতের সংবাদ প্রতিদিন গণমাধ্যম বলছে, আফ্রিকায় না খাকলেও কিন্তু এ দৃশ্য দেখা থেকে বঞ্চিত হবেন না পৃথিবীর অন্যান্য অংশের মানুষ। সৌজন্যে প্রযুক্তি। ‘অফ্রিকান রিং অফ ফায়ার’ বলে যা উল্লেখ করা হচ্ছে তা দেখা যাবে বিশেষ এক সাইটে। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে http://live.slooh.com/ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রাণ থেকে মানুষ এই সূর্যগ্রহণের দৃশ্য দেখতে পাবে।

বিডি-প্রতিদিন/০১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow