Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩২
যে বেলি ড্যান্সে মাত দুনিয়া (ভিডিও)
অনলাইন ডেস্ক
যে বেলি ড্যান্সে মাত দুনিয়া (ভিডিও)

এটাই কি সর্বকালের সেরা বেলি ড্যান্স? বিশ্বে এরকম বেলি ড্যান্স নাকি এর আগে কেউ কখনও করেনি! ইন্টারনেটে এই বেলি ড্যান্সের ভিডিও শেয়ার হতেই কার্যত 'বিস্ফোরণ'। এখন পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন কমপক্ষে ১ কোটি ৭৩ লাখ মানুষ।

তরুণী শিল্পীর নাম নাটালি হে। মধ্য প্রাচ্যের এই ড্যান্সার ইতিমধ্যেই নেট দুনিয়ায় সেনসেশন। বাহবা কুঁড়িয়েছে তার এক-একটা অঙ্গভঙ্গি। নাটালির বডি ফ্লেক্সিবিলিটি দেখে অবাক সবাই। এখনো সমানে বাড়ছে ভিডিওটির দর্শকের সংখ্যা।

ভিডিও:

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow