Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০৪:১৭
বানর-বিড়ালের বন্ধুত্ব
অনলাইন ডেস্ক
বানর-বিড়ালের বন্ধুত্ব

গত বছর রাশিয়ার একটি চিড়িয়াখানায় বাঘ-ছাগলের বন্ধুত্ব দেখেছে সবাই। এবার বানর ও বিড়ালের বন্ধুত্বের ভিডিও ইন্টারনেটে ভাইরাল।

এতে দেখা যাচ্ছে ফিওদর নামে একটি বিশেষ প্রজাতির বানর রোসিনকা নামের একটি বিড়ালটির পিঠেই সারাক্ষণ চড়ে বেড়ায়। শুধুমাত্র দুধ খাওয়ার সময়ই সে বিড়ালের পিঠ থেকে নামে।

রাশিয়ার একটি চিড়িয়াখানায় জন্ম নেওয়ার পর ফিওদরকে পরিত্যক্ত করে তার মা। ফিওদরের মা তাকে পিঠে বহন করতে অস্বীকৃতি জানায়, অথচ বানরটির বেঁচে থাকার জন্য পিঠে চড়ে থাকা জরুরি ছিল।

ফলে চিড়িয়াখানার পরিচালক সিদ্ধান্ত নিলেন ছোট এই বানরটিকে বিড়ালের পিঠে চড়াবেন, আর ওই বিড়ালটিই এখন ফিওদরের দেখাশোনা করে।

বিড়ালের সাথে ওই বানরটিকে এক মাস রাখার পরিকল্পনা করেছেন চিড়িয়াখানার পরিচালক। এক মাস পর ফিওদরকে খাঁচায় স্থানান্তর করা হবে যেখানে অন্য বানরের সাথে সে থাকবে এবং প্রাপ্তবয়স্কদের খাবারও সে গ্রহণ করবে। সূত্র: বিসিসি

বিডি-প্রতিদিন/০৩ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow