Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ১০:২৪
আপডেট :
যে বাড়িতে আজও থাকতে চান না কেউ! (ভিডিও)
অনলাইন ডেস্ক
যে বাড়িতে আজও থাকতে চান না কেউ! (ভিডিও)

১০ বছর ধরে পড়ে রয়েছে বাড়িটা। আজ পর্যন্ত কেউ সাহস করে উঠতে পারেননি। বুকের পাটা ফুলিয়ে অবশ্য কয়েকজন দাবি করেছিলেন। কিন্তু ফল হাতেনাতে পেয়েছেন তারা। আজও পরিত্যক্ত ভারতের চেন্নাইয়ের বাল্মীকি নগরের অ্যাপার্টমেন্ট নম্বর F-2।

কিন্তু কী এমন হয়েছিল ১০ বছর আগে? লোকে বলে, এক দশক আগে আত্মহত্যা করেছিল বাড়িওয়ালার মেয়ে। তারই আত্মা আজ পর্যন্ত রয়েছে ওই বাড়িতে। দিনের আলো পড়তেই নাকি অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় বাড়িতে। কখনও জোরে কেউ দরজা পেটাতে থাকে, কখনও মাঝরাতে হঠাৎ করে কেউ চিৎকার করে ওঠে, কখনও বা কারও ফোঁপানোর শব্দ ভেসে আসে।

এমনকী অভিশপ্ত ওই বাড়ির পাশ দিয়ে গেলে রহস্যজনকভাবে মোবাইলের টাওয়ার পাওয়া যায় না। আর এটা সবার ক্ষেত্রেই হয়। দিনের বেলা যদিও বা কেউ কেউ প্রয়োজনে ওই বাড়ির পাশ দিয়ে যান, সন্ধ্যা নামার পর কেউ ছায়াও মাড়ান না। থাকে শুধু একজনই! দেখুন সেই বাড়ির ভিডিও-

 

সূত্র: সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০১

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow