Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৫
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫৩
রূপের অতি প্রশংসায় তিক্ত হয়ে মুখ পোড়ালেন স্ত্রী!
অনলাইন ডেস্ক
রূপের অতি প্রশংসায় তিক্ত হয়ে মুখ পোড়ালেন স্ত্রী!

রূপের জন্য স্বামীর বন্ধুদের প্রশংসা। রূপের এরকম অতি প্রশংসায় তিক্ত হয়ে মানসিক চাপে এক পর্যায় মুখ পোড়ালেন তিনি। পাড়া, প্রতিবেশী, বন্ধু-বান্ধব সবার একটু বেশি নজর টানতেন তিনি। প্রশংসাও চলত যখন তখন। স্ত্রীর এই সৌন্দর্যের ফলেই হীনমন্যতায় ভুগতে শুরু করে স্বামী। সব সময়ে সৌন্দর্যের জন্য স্ত্রীকে কথা শোনাত সে। মাঝেমধ্যে স্ত্রীকে ব্যঙ্গও করত। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছেছিল যে রেখা লোধি নামে ৩০ বছর বয়সি মহিলা নিজের মুখের একাংশ পুড়িয়ে দিলেন। ভারতের উত্তর প্রদেশের পিলভিটে এই ঘটনা ঘটেছে।

নির্মল কুমার নামে ওই মহিলার স্বামী মাঝেমধ্যেই নিজের স্ত্রীকে ঘরে বন্দি করে রাখত। কারণ, সৌন্দর্যের জন্য তার বন্ধুবান্ধবের একটু বেশি নজর টানতেন রেখা। যা মোটেই পছন্দ ছিল না নির্মলের। স্ত্রীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে সে। শুধু তাই নয়, যে শ্বশুর মশাইকে নিজের বাবার মতো দেখতেন, সে রেখার বিরুদ্ধে ছেলের কান ভারী করতে শুরু করেছিল। ফলে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকের আচরণে আরো হতাশ হয়ে পড়েন রেখা। শেষ পর্যন্ত নিজের মুখ পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই গৃহবধূ।

সূত্র: এবেলা

বিডি প্রতিদিন/ মজুমদার

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow