Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৪৪
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৪৭
সাপটিকে কামড়ে দু'টুকরো করল যুবক!
অনলাইন ডেস্ক
সাপটিকে কামড়ে দু'টুকরো করল  যুবক!
ছবি: সংগৃহীত

সাপ মানুষকে কামড়ায়- এটাই স্বাভাবিক। কিন্তু মানুষ কী পারে একটি জ্যন্ত সাপকে কামড়িয়ে দু'টুকরো করে দিতে! এবার ভারতের মধ্যপ্রদেশের ইন্দৌরের বাসিন্দা রঘুবংশি অজান্তেই একটি সাপকে কামড়ে দিয়েছেন। কারণ ঘুমের ঘোরে কখন যে মুখে সাপ ঢুকেছে তা তিনি টেরই পাননি। ঘুম ভাঙতেই নিজের কাণ্ড দেখে আঁতকে উঠেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই যুবক সুস্থ আছেন বলে জানা গেছে।

ওই ঘটনার পর পরই রঘুবংশির মা ঘরে ঢুকে দেখেন, ছেলের মুখে রক্ত লেগে রয়েছে। আর ঘরের মেঝেতে সাপের শরীরের অর্ধেক পড়ে রয়েছে। এই দৃশ্য দেখেই রঘুবংশির মা চিৎকার করে উঠেন। তখনই ঘুম ভেঙে ওই যুবক বুঝতে পারেন কী কাণ্ড ঘটিয়েছেন তিনি। যদিও ঘরের মধ্যে সাপের মাথাটি খুঁজে পাওয়া যায়নি। কারণ সাপটিকে কামড়ে দেওয়ায় সেটির মাথা নিজের অজান্তেই যুবক গিলেও ফেলেছিলেন।

সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে স্থানীয় পীরবাবার কাছে যান রঘুবংশের মা। তিনি ওই যুবককে একটি পাউডার খাওয়ালে বমি করে রঘুবংশি। তখনই সাপটির মাথা বেরিয়ে আসে। ওই পীরবাবার পরামর্শে এরপর রঘুবংশকে নিয়ে হাসপাতালে যান তার মা।

পুরো ঘটনা শুনে চিকিৎসকরাও স্তম্ভিত হয়ে যান। জানা যায় এখন পর্যন্ত ওই হাসপাতালেই রঘুবংশির চিকিৎসা চলছে।  

সূত্র: এবেলা

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow