Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০৮:৩০
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০৮:৩৩
আত্মহত্যার আগে বাবা মায়ের জন্য ভিডিও বার্তা তরুণীর!
অনলাইন ডেস্ক
আত্মহত্যার আগে বাবা মায়ের জন্য ভিডিও বার্তা তরুণীর!

ভারতে প্রতি বছর আত্মহত্যা করেন প্রায় ১ লাখ মানুষ। এদের মধ্যে ৫ শতাংশই থাকে শিক্ষার্থী। আর এর প্রাথমিক কারণ পড়াশোনায় চাপ সৃষ্টি।  

বিখ্যাত সেই থ্রি ইডিয়টস সিনেমায় এমন কিছু চিত্র তুলে ধরা হয়েছিল। প্রতিদিনের বেড়ে চলা চাপের কাছে নতি স্বীকার করে জীবনের উপন্যাসে ইতি লেখা সেই ছাত্রের কথা সেই ছবিতে পাওয়া যায়! দেওয়ালে লেখা 'আই কুইট', আর দেহটা ঝুলছিল সিলিং থেকে। এটা নিছকই চিত্রনাট্য নয়, একটা বাস্তব। রূঢ় বাস্তব! 

ছোট বেলা থেকেই একটা চাপিয়ে দেওয়া মনোভাব কাজ করে সব সময়। বাংলা সাহিত্যেও তো রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে বারবার ফুটে উঠেছে এক ফুট ফুটে কিশোরের 'অপমৃত্যু'। ছুটিতে ফটিক কিংবা দুরন্ত পঞ্চক। এটা করতে হবে, ওটা হতে হবে, একের পর এক চাপ, ফাঁসিটা গলায় লাগার আগেই মনে ও শরীরে ফাঁসিটা লেগে যায়। স্বপ্নগুলো সব একে একে আত্মহত্যা করে। হারিয়ে যায় কৈশর, শৈশব, যৌবন। সব ছেড়ে আত্মহত্যার পথ বেঁছে নেয় শিক্ষার্থী। এমনই এক ঘটনা, দেখুন ভিডিওতে। (এই ভিডিও একটি প্রতীকী উপস্থাপনা)

 

 

সূত্র: জি নিউজ

বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৩

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow