Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৭ অনলাইন ভার্সন
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৭
ঈদের দিনে দু'ভাইয়ের লাশ!
অনলাইন ডেস্ক
ঈদের দিনে দু'ভাইয়ের লাশ!
ছবি: সংগৃহীত

ঈদের দিনের নতুন জামা দুটো ঝুলানো আছে ঘরে। সে দিকে যেন কারো খেয়াল নেই! এমন ঘটনাটি ঘটেছে ভারতের বেলডাঙার বেনাদহের ফকিরপাড়ায়।

ঈদের বাকি একদিন! তাই নানা পরিকল্পনা করেছিল পাঁচ বছরের জন্নত শেখ এবং তার ছোট ভাই জানাত শেখ। কিন্তু সোমবার দুপুরে আচমকা নিরুদ্দেশ হয়ে যায় তারা। সারা রাতে আর তাঁদের খোঁজ মেলেনি। মঙ্গলবার যখন মসজিদ থেকে নমাজের জন্য ডাক আসছে, তখনই পুকুরে ভেসে উঠল তাদের দেহ। উৎসবের আনন্দ বদলে গেল শোকে।

শিশু দু’টির বাবা পেশায় টোটো চালক রেজাউল শেখ জানান, সোমবার বেলা দেড়টা নাগাদ ওরা পুকুর থেকে গোসল করে বাড়ি আসে। হঠাৎ দেখি, দুই ভাই এক সঙ্গে ছুটল বাড়ির বাইরে। এ রকম ওরা মাঝে মধ্যেই যায়। তেমন কোন চিন্তা হয়নি। কিন্তু দীর্ঘক্ষণ তারা না ফেরায় খুঁজতে বেরুলাম। গ্রামের কোথাও তাদের খুঁজে পেলাম না।

সকালে গ্রামের মানুষজন যখন ঈদগাহে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তখনই খবর আসে বাড়ির কাছাকাছি পুকুরের পানিতে ভাসছে জন্নত ও জানাতের দেহ। সেই কথা বলতে গেয়ে গলা ধরে আসে রেজাউল শেখের। ‘‘বাবা হয়ে ছেলেদের মরা মুখ দেখতে যেতে পারিনি। যা করার পাড়ার লোকেরাই করেছে।’’ এ কথা বললেন তিনি।
 
সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিডি-প্রতিদিন/মজুমদার

 

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow