২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০৩:৩০

হাসপাতালের মেঝেতে দেওয়া হল রোগীর খাবার

দীপক দেবনাথ, কলকাতা:

হাসপাতালের মেঝেতে দেওয়া হল রোগীর খাবার

প্লেট নেই, তাই হাসপাতালের মেঝেতে রোগীকে খাবার দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের এক সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

ভারতের ঝাড়খন্ডের সবচেয়ে বড় হাসপাতাল রাঁচির রাজেন্দ্র ইন্সিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (আরআইএমসি)-তে এই করুণ ছবি ধরা পড়েছে ভারতের এক চিত্র সাংবাদিকের ক্যামেরায়।

ঘটনাটি গত বুধবারের। পালমতি দেবী নামে এই নারীর ডান হাত ব্যান্ডেজে বাঁধা, তাই বাম হাত দিয়েই মেঝেতে ভাত-ডাল-তরকারি মেখে তা মুখে তুলে নিচ্ছেন তিনি। এর আগে মেঝেকে খাবারের থালা হিসাবে উপযুক্ত করার জন্য ভাঙা হাত নিয়েই হাসপাতালের মেঝে পরিস্কার করতে বাধ্য করা হয় অসহায় পালমতি দেবীকে। তাকে দিয়ে এই কাজ করার অভিযোগ উঠেছে হাসপাতালের ওয়ার্ড বয়দের বিরুদ্ধে।

সূত্রে খবর, হাসপাতালে অর্থোপেডিক বিভাগের রোগী পালমতি দেবীর নিজের খাবারের প্লেট ছিল না, তাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি প্লেট চান পলমতি। বদলে কপালে জোটে তিরস্কার।

হাসপাতালে ডিরেক্টর বি.এল.শেরওয়াল জানান ‘এটা একেবারেই সাধারণ ঘটনা নয়। আমরা একটা তদন্ত শুরু করেছি। যারা ওই রোগীকে মেঝেতে খাবার পরিবেশন করেছিল এবং তাকে খেতে বাধ্য করেছিল তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

বিডি-প্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর