Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০৫:১৬
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:২০
তরুণীকে নগ্ন করে হিরার প্রদর্শনী!
অনলাইন ডেস্ক
তরুণীকে নগ্ন করে হিরার প্রদর্শনী!

হিরা বিক্রি করতে এক তরুণীকে নগ্ন করা হল চীনে। সম্প্রতি চীনের এক গহনা দোকানের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভিডিওটি নিয়ে সমালোচনার ঢেউ ওঠে। ভিডিওতে দেখা গেছে, এক নারী বিক্রেতা উর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় দাঁড়িয়ে আছেন কাউন্টারে। তার স্তনবৃন্তে আটকানো আছে হিরার গহনার স্টিকার। কাউন্টারে উপস্থিত সকলেই তাকে দেখছেন। তবে এতে ওই তরুণীও বেশ অস্বস্তিতে ছিল তা দেখেই বোঝা যাচ্ছিল।

হিরা প্রদর্শনের এই বিকৃত রীতি নিয়ে তীব্র ক্ষোভ দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। নারী শরীরকে বিজ্ঞাপনে পণ্য করে তুলেছে কর্পোরেট দুনিয়া, এ নিয়ে আলাপ আলোচনা সারা দুনিয়ায় কম হয় না। কিন্তু চীনে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা প্রায় নজিরবিহীন। যে গহনা নারীর ভূষণ, নারীকে নগ্ন করেই সেই গহনা বিক্রির ঘটনায় তীব্র ক্ষোভ দেখা গেছে বিশ্ব জুড়ে।

জানা গেছে, এই প্রথমবার নয়, এর আগেও এরকম পদ্ধতি অবলম্বন করেছে সংস্থাটি। এক আউটলেটের উদ্বোধনের সময় বডি পেন্টিংয়ের অছিলায় নারীকে নগ্ন করা হয়েছিল। কোনও ইঙ্গিত বা ইশারা নয়, সরাসরি নারী শরীরকে মূলধন করেই বিশ্বের প্রচারের আলো কেড়ে নেওয়া সংস্থাটির উদ্দেশ্য।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow