২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:২৬

৭৭ বছরের বন্ধুত্বে ৫০ হাজার চিঠি বিনিময়

অনলাইন ডেস্ক

৭৭ বছরের বন্ধুত্বে ৫০ হাজার চিঠি বিনিময়

দীর্ঘ ৭৭ বছর ধরে ঘনিষ্ঠ বান্ধবী ক্যাথির কাছে প্রতিদিন একটি করে চিঠি লিখেছেন ৯৭ বছর বয়সী ব্রিটিশ নাগরিক মেরি। ফলে ক্যাথির মৃত্যুর আগ পর্যন্ত এই জুটি ৫০ হাজারের বেশি চিঠি বিনিময় করেছেন। যদিও এখন তার কোন প্রমাণ নেই, কারণ সেগুলো সবই পুড়িয়ে ফেলা হয়েছে। খবর বিবিসির।

মেরির দাবি, প্রতিটি চিঠি পড়ার পর সেটি পুড়িয়ে ফেলার প্রতিজ্ঞা করেছিলেন তারা। তিনি বলেন, প্রতিদিনই ক্যাথির কাছে আমি চিঠি লিখতাম। একবার পড়ে ফেলার পর প্রতিটি চিঠি আমরা পুড়িয়ে ফেলতাম, যাতে এসব চিঠি কারো হাতে না পড়ে।

১৯২৯ সালে ক্লাস টেনে পড়ার সময় তাদের পরিচয় হয়। এরপর থেকেই তাদের এই বন্ধুত্ব চলতে থাকে। ২০১৬ সালে ক্যাথি মারা যাবার পর তাদের ৭৭ বছরের পত্রমিতালির অবসান হয়। আর এই ৭৭ বছরে তারা দু'জন মিলে ৫৬,২১০টি চিঠি বিনিময় করেছেন।

গত ১০ বছর ধরে মেরি যুক্তরাজ্যের বারচেস্টার কেয়ার হোমে জীবনযাপন করছেন।

বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর