১ অক্টোবর, ২০১৬ ১৪:৫৫

বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের পায়ের ছাপ!

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের পায়ের ছাপ!

বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পাওয়া গেছে মঙ্গোলিয়ায়। গোবি মরুভূমিতে খোঁজ মিলেছে ‘টাইটেনোসর’ নামের বিশাল আকারের ওই ডাইনোসরের পায়ের ছাপের। 

গবেষকরা জানিয়েছেন, গোবি মরুভূমিতে টাইটেনোসেরের পায়ের ছাপ পৃথিবীতে ডাইনোসরদের বিচরণক্ষেত্র নিয়ে ধারণা আরও স্পষ্ট করল। পায়ের ছাপগুলো ৭ থেকে ৯ কোটি বছরের পুরনো। এক একটি পায়ের ছাপ ১০৬ সেন্টিমিটার দীর্ঘ ও ৭৭ সেন্টিমিটার চওড়া বলে জানিয়েছেন গবেষকরা। 

গত মাসেই মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে ভূস্তরের নীচে ৯ কোটি বছরের পুরনো ডাইনোসরের বিশাল ফসিল পাওয়া যায়। তার কাছেই সন্ধান মিলেছে পায়ের ছাপগুলোর। এখনো পর্যন্ত সন্ধান মেলা ডাইনোসরের মধ্যে আকারে সব থেকে বড় এই টাইটেনোসর। এদের দৈর্ঘ্য ছিল ৩০ মিটার, আর উচ্চতা ২০ মিটার।


বিডি প্রতিদিন/১ অক্টোবর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর