Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৮ অক্টোবর, ২০১৬ ১২:১৩
আপডেট : ৮ অক্টোবর, ২০১৬ ১৭:৩৩
বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি!
অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি!
হেট্টি গ্রিন

আমাদের একসাথে সবার সাথেই মিলেমিশে চলতে হয়। আমাদের আত্বীয় স্বজনদের সাথে,বন্ধু-বান্ধবদের সাথে। আমাদের প্রতিদেনের জীবনে যাদের সাথে সব সময় চলতে হয় তারা প্রত্যেকেই একেক জন একেক ধরণের। কেউ বোকা,কেউ চালাক,কেউ উদার,কেউ হিসেবী,কেউ কৃপণ আবার কেউ কেউ অত্যাধিক কৃপন। আর কৃপণাতার দিক থেকে বরাবরই নারীরা পুরুষদের থেকে এগিয়ে।  

জানি নারীদের কৃপণ বলার জন্য অনেক নারী প্রতিবাদ করে উঠতে পারেন কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি একজন নারী! তিনি একজন আমেরিকান। তার নাম হেট্টি গ্রিন। আমেরিকার নিউইয়র্ক শহরের এ বাসিন্দা। বিপুল সম্পদশালী হয়েও সর্বকালের সেরা কৃপণ হিসেবে খ্যাতি আছে এ ব্যবসায়ী নারীর।

তিনি এতোটাই কৃপণ ছিলেন যে শীতের সময় গরম পানি পর্যন্ত ব্যবহার করতেন না। খেতেন মাত্র ১৫ সেন্ট ব্যয় করে এক ধরনের ঠাণ্ডা পুডিং। একেবারে জরাজীর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি তার একমাত্র কালো পোশাকটি কখনও পরিবর্তন করতেন না। পানি খরচ হবে বলে হাত ধুতেন কম, গাড়িও চড়তেন একটি অতি পুরনো।

এমনও শোনা গেছে যে সাবান খরচ বাঁচানোর জন্য তার পোশাক যখন ‍অতিরিক্ত ময়লা হয়ে যেত তখন শুধু ময়লা অংশটুকু ধুয়ে নিতেন।

এই নারী পেশায় ছিলেন একজন সফল রিয়েল স্টেট ব্যবসায়ী। ১৮৩৫ সালে জন্ম নেওয়া এই নারী ব্যবসায়ী ১৯১৬ সালে মৃত্যুর সময় ব্যাংকে ৯৫ মিলিয়ন ডলার অর্থাৎ বর্তমান হিসাবে প্রায় ৭৫ কোটি টাকা রেখে যান।

সে সময়ের অন্যতম ধনী হেট্টি গ্রিনের পারিবারিক একটি ঘটনা আরও অবাক করার মতো। এক দুর্ঘটনায় তার ছেলের পা ভেঙে যায়। কিন্তু তাকে দ্রত সময়ে চিকিৎসা না দিয়ে দাতব্য চিকিৎসালয় সন্ধানে এতো বেশি সময় ব্যয় করেন যে পা নষ্ট হয়ে অকেজো হয়ে যায়! তাহলে এবার ভেবে নিন কেমন কৃপণ নারী ছিলেন তিনি!


বিডি-প্রতিদিন/৮ অক্টোবর, ২০১৬/তাফসীর

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow