Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১২ অক্টোবর, ২০১৬ ১২:০১
পুরস্কার জিতেছে ৮৬৬ কেজির কুমড়া
অনলাইন ডেস্ক
পুরস্কার জিতেছে ৮৬৬ কেজির কুমড়া

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় আয়োজিত একটি প্রতিযোগিতায় ৮৬৬ কেজির একটি কুমড়ার খোঁজ মিলেছে। প্রতিযোগিতায় আসরে ওই কুমড়াটি এনে পুরস্কার সবচেয়ে বড় কুমড়ার পুরস্কার জিতে নেন ওয়াশিংটনের শিক্ষিকা চিনডি তোবেক।

ওয়াশিংটনের বাসিন্দা তোবেক পুরস্কার জেতার পর জানান, এপ্রিলে রোপণ করার পর থেকে কুমড়াটি ধীরগতিতে বেড়ে ওঠে।  

৪২ বছর বয়সী ওই শিক্ষিকা জানান, সঠিক বীজ ব্যবহার করাতেই কুমড়াটি এত বড় হয়।
 
বিডি প্রতিদিন/১২ অক্টোবর, ২০১৬/ফারজানা

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow