Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০১৬ ১২:৩৫
আপডেট :
বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল! (ভিডিও)
অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল! (ভিডিও)

বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল ইংল্যান্ডের 'নেটমেগ'। এমনটাই দাবি করেছেন ইংল্যান্ডের নিউ ক্যাসেলের এক দম্পতি। ‘নেটমেগ’ নামের এই বিড়ালটির বয়স ৩১ বছর। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা টেলিগ্রাফ এ খবর প্রকাশ করেছে।  

খবরে বলা হয়, লিজ এবং আয়ান নামের ওই দম্পতি জানায় তারা নেটমেগকে পায় ১৯৯০ সালের মার্চ মাসে। তাদের বাড়ির পাশের স্থানীয় একটি ‘ক্যাট প্রোটেকশান লিগ’ থেকে তাকে পাওয়া যায়। সেই 'ক্যাট প্রোটেকশান লিগ' কর্তৃপক্ষই নেটমেগের তখনকার বয়স জানায়। সেইসময় নেটমেগের বয়স ছিল পাঁচ বছর।

ওই দম্পতি আরও জানায়, ‘আমরা প্রতিবছর মার্চ মাসে নেটমেগের জম্মদিন পালন করি। ‘ক্যাট প্রোটেকশান লিগ’ এর হিসেব অনুযায়ী নেটম্যাগের আসল বয়স আমরা জানি’।

ওই দম্পতি নেটমেগের দীর্ঘ জীবনের সিক্রেটটাও জানান। মুরগির মাংসের প্রতি তীব্র ভালোবাসাই নাকি এই বিড়ালের দীর্ঘজীবনের চাবিকাঠি। প্রতিদিন সকাল পাঁচটার সময় নেটমেগ ওই দম্পতির বিছানার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর তাকে মুরগির মাংস খেতে দেওয়া হয়। সাধারণত বিড়াল ২১ থেকে ২২ বছর বাঁচে। কিন্তু এই বিড়ালটি ব্যাতিক্রম। দেখুন সেই বিড়ালের একটি ভিডিও-

 


বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৬/হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow