২২ অক্টোবর, ২০১৬ ০৪:০২

ইঁদুরের দাপটে কাহিল পুলিশ!

অনলাইন ডেস্ক

ইঁদুরের দাপটে কাহিল পুলিশ!

মোবাইল চুরির অভিযোগ জানাতে থানায় গিয়ে চেয়ারে বসেছেন ভারতের জলপাইগুড়ির মোহিতনগরের বিপ্লব সরকার। হঠাৎ পায়ের মধ্যে কে যেন সুড়সুড়ি দিচ্ছে? লাফিয়ে উঠতেই দেখলেন, ইঁদুর।

ঘটনা দুই: রাতে ডিউটি করতে করতেই ক্লান্তিতে চোখ বুজে এসেছিল এক সিভিক ভলান্টিয়ারের। আইসির ঘর থেকে খসখস আওয়াজ শুনে তন্দ্রা কেটে মুহূর্তে শিরদাঁড়া টানটান। ঘরে ঢুকেই চমকে উঠলেন তিনি।

ঘটনা তিন: ‘কল’-এ যাবেন এক সাব ইন্সপেক্টর। ডিউটি রুমের হ্যাঙারে ঝুলিয়ে রাখা টুপি টেনে নিতেই তার ভিতর থেকে লাফিয়ে নামল নেংটি। সারাক্ষণ তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে তারা। কখনও জামাকাপড় কেটে দিচ্ছে। কখনও আবার কেটে দিচছে জরুরি ফাইলপত্র।

এই ধেড়ে-নেংটিদের ‘সন্ত্রাস’ রুখতে গত কয়েকমাসে রীতিমতো গলদঘর্ম অবস্থা নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপির অফিসার থেকে কর্মীদের। পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিষ থেকে বাজার চলতি ইঁদুর মারার দাওয়াই, কোনওটাই বাদ রাখেননি তারা। এমনকী সুহৃদের পরামর্শে ছাড়া হয় বেশ কয়েকটি বিড়ালও। কিন্তু ইদুরদের জোটবদ্ধ প্রতিরোধে রণে ভঙ্গ দিয়েছে তারাও। ফলে অসহায় পুলিশকর্মীরা এখন কী করবেন তা ভেবে পাচ্ছেন না।

বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর