২৫ অক্টোবর, ২০১৬ ১২:০৮

৪ দিনে মানুষটি খেয়ে ফেললো ব্যাকটেরিয়া!

অনলাইন ডেস্ক

৪ দিনে মানুষটি খেয়ে ফেললো ব্যাকটেরিয়া!

রক্তে ভিব্রিও ভালনিফিকাস নামে ব্যাকটেরিয়ার সংক্রমণে চারদিনের মাথায় মৃত্যু হলো ওশান সিটির মাইকেল ফ্যাঙ্ক নামে এক ব্যক্তির। শীতের সময় নিজের বাড়ি ফিনিক্সে ফিরে যাবেন বলে, কাঁকড়ার বাক্সগুলো পরিষ্কার করছিলেন তিনি। ওশান সিটির বাড়িতে স্ত্রীর সঙ্গে সময় কাটানোর মাঝে কী করে যে তার পা কেটে গিয়েছিল। বাক্স পরিষ্কারের সময় পায়ের কাটা অংশে কোন ভাবে ওই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। দেখা দেয় ভিব্রিওসিস।

খুব দ্রুত তার অবস্থার অবনতি হতে থাকে। একদিনের মধ্যেই দেখা দেয় ঘা, তৈরি হয় ক্ষত! সারা দেহে লাল ফোসকার মতো বিশেষ ধরণের ক্ষত দেখা দেয়। তারপর চারদিনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মাইকেল!

সাংবাদিক সম্মেলনে মাইকেলের স্ত্রী মার্সিয়া জানান, একেবারে ভৌতিক কাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে! মাংসখেকো ব্যাকটেরিয়ার দল সব শেষ করে দিয়েছে! ফ্লোরিডার স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোন ক্ষতস্থান নিয়ে সাবধান হওয়া জরুরি। এমনকি কোন ক্ষেত্রে যদি পা কেটে ফেলার প্রয়োজন হয়, তবে তাই করা উচিত।

বিডি-প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর