২৫ অক্টোবর, ২০১৬ ১৭:০৮

ভূত দেখলেই কমবে ওজন!

অনলাইন ডেস্ক

ভূত দেখলেই কমবে ওজন!

মানসিক অবসাদ কিবা মাথা খাটানোর কাজের অভাবের জন্যও ওজন বাড়ে। কারণ মানসিক পরিস্থিতির সঙ্গে নানারকম হরমোনের নিঃসরণের যোগাযোগ প্রত্যক্ষ। ভূতের সিনেমা সরাসরি নানা অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারে। বারবারে চমক বা ভয় পেলে এই হরমোর ক্ষরণ বেড়ে যায়। ওজন কমাতে যা খুবই কাজে দেয়।

ব্রিটেনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত মনোবিদ মার্ক গ্রিফিন্স এ দাবি করেছেন। গবেষণার পাওয়া ফলাফলে গ্রিফিন্স নিজেও অবাক হয়েছেন। তিনি রসিকতা করে বলেছেন, ট্রেডমিলের চেয়ে তাহলে ভূতের জোর বেশি!

এ নিয়ে গবেষণা করেছে ব্রিটেনের কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ও। তারা মোট ৫২২ জন স্বেচ্ছাসেবককে একমাস ধরে দিনে দু’‌টি করে ভূতের সিনেমা দেখান। তাতে তাদের ওজন কমেছে গড়ে আট কেজি! 

 

বিডি প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর