২৮ অক্টোবর, ২০১৬ ২৩:১৭

ভারতে প্রতি ১০ জনে ১ জন মানসিক রোগে আক্রান্ত!

অনলাইন ডেস্ক

ভারতে প্রতি ১০ জনে ১ জন মানসিক রোগে আক্রান্ত!

ভারতে প্রতি ১০ জনের মধ্যে ১ জন মানসিক রোগে আক্রান্ত। ন্যাশনাল মেন্টল হেল্থ সার্ভের করা এই বছরের জরিপে দেখা গেছে গোটা ভারতে প্রায় ১৫ কোটি লোক নানা রকম মানসিক সমস্যায় ভোগেন। এদের মধ্যে বেশিরভাগরই ভারতের বড় শহরের নাগরিক।

তবে উচ্চবিত্ত পরিবারের মধ্যে নয়, শহরে যাদের উপার্জন খুবই কম তাদের মধ্যেই মানসিক সমস্যার পরিমান বেশি। জরিপে দেখা গেছে, মানসিক সমস্যায় সবচেয়ে বেশি ভুগছেন ভারতের পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, অসম ও মনিপুরের মানুষ। আর জরিপের তথ্য মতে কর্ণাটকের ৮ শতাংশ মানুষ সরাসরি মানসিক ব্যাধিগ্রস্ত। মানসিক সমস্যায় পড়া মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন ৪০ থেকে ৫৫ বছর বয়সের মানুষরা।

মূলত উপার্জন ও পরিবার জনিত সমস্যার জন্যই মানসিক সমস্যা বেশি দেখা দিচ্ছে। তবে কিশোর–কিশোরীদের মধ্যেও এই সমস্যা ভীষণই উদ্বেগের কারণ। কেননা, যে কমবয়সীদের মানসিক সমস্যা রয়েছে, তাদের মধ্যে প্রায় ৭৩ শতাংশেরই মানসিক চিকিৎসার প্রয়োজন। এসদের মধ্যে প্রায় সকলেই ভুগছে মূলত অতিরিক্ত হতাশাগ্রস্ত ও অত্যাধিক উৎকণ্ঠার কারণে এই সমস্যায় আক্রান্ত হয়েছেন।     


বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর