২ ডিসেম্বর, ২০১৬ ১৫:০২

অস্ট্রিয়ায় ১৪শ' মানুষের আজব দৌড় প্রতিযোগিতা!

অনলাইন ডেস্ক

অস্ট্রিয়ায় ১৪শ' মানুষের আজব দৌড় প্রতিযোগিতা!

সংগৃহীত

অস্ট্রিয়ার বিসচোসোফেন শহরে বসেছিল এক অভিনব দৌড় প্রতিযোগতিার আসর। তবে সেখানে চ্যালেঞ্জ কঠিন হলেও প্রতিযোগীদের মনের জোর ছিল দৃঢ়। প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় ১ হাজার ৪শ'। খাড়া পথে প্রতিযোগীরা দৌড়াতে দৌড়াতে পৌছে যায় একশো চল্লিশ মিটারে। 

এভাবেই দৌড় চলে প্রায় ৪শ' মিটার লম্বা রাস্তায়। ওঠার পথে অনেকেরই একেবারে প্রাণান্তকর দশা হয়ে যায়। সাধারণত এই পাহাড়ে স্কি জাম্পিং দেখতে অভ্যস্ত এখানকার মানুষ।

এবার দৌড় প্রতিযোগিতা দেখতে তাই ভিড় করেন অনেকেই। প্রতিযোগীদের উৎসাহ দিতে চেষ্টার কোন ঘাটতি ছিল না। প্রতিযোগিতা যখন, উইনারও থাকবেই। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে জয়ীর শিরোপা ছিনিয়ে নেন স্লোভাকিয়ার টমাস কেলকো। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন আন্দ্রেয়া মায়ার জয়ী হন নারী বিভাগে।


বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর