২ ডিসেম্বর, ২০১৬ ১৬:৫৮

অদ্ভুত প্রাণীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! (ভিডিও)

অনলাইন ডেস্ক

অদ্ভুত প্রাণীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! (ভিডিও)

সংগৃহীত

বৃহস্পতিবার থেকে হোয়াটসঅ্যাপ-এ ভাইরাল হয়েছে এক আজব ইউটিউব ভিডিও। এরপর আস্তে আস্তে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইংরেজিতে সেই ভিডিও'র ক্যাপশনে যা লেখা রয়েছে, তার সারমর্ম হল—  ‘কেরালা-কর্নাটক সীমান্তে এক অত্যাশ্চর্য প্রাণী পাওয়া গেছে। এই প্রাণী মানুষ-সহ প্রায় সব জীবকেই খেয়ে ফেলছে। জঙ্গলে প্রবেশ করলে এর থেকে সাবধানে থাকুন। এই ভিডিও-কে অবজ্ঞা করবেন না। এটা গ্রাফিক বা নকল নয়।’

প্রাণীটির ভিডিও এবং ছবি দুই-ই ভাইরাল হয়ে যায়। গুজব ছড়াতে শুরু করে অনেক জায়গাতেই। বলা হতে থাকে, প্রাণীটি ভিনগ্রহের। কিন্তু নেট জগতে ঘুরপাক খাওয়ায় কিছুক্ষণের মধ্যেই বের হয় এর প্রকৃত পরিচয়।

জানা গেছে, কেরালা-কর্ণাটক— সবই মিথ্যে কথা। এই প্রাণীটি আসলে বোর্নিও অঞ্চলের একটি সান বিয়ার। তবে এই সান বিয়ারটি অসুস্থ। সুস্থ-সবল সান বিয়ারের সঙ্গে তার চেহারা তাই মিলছে না। সান বিয়ার মালয়েশিয়া অঞ্চলের প্রাণী। উপযুক্ত বাসস্থানের অভাবে তাদের প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে। মালয়েশিয়ার গণমাধ্যম-সূত্রে জানানো হয়েছে, এই অসুস্থ সান বিয়ারটিকে বনকর্মীরা চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন। এই ভিডিও ও ছবি সেই ঘটনারই।

কিন্তু ততক্ষণে ভিডিও-টি নিয়ে বেঙ্গালুরু অঞ্চলে তোলপাড় হয়ে গেছে। পাবলিক তুলকালাম ঘটায় সোশ্যাল মিডিয়ায়। আসল খবর না জেনে হুজুগে ভারতবাসী মেতে যায় নতুন ধামাকায়। দেখুন সেই ভাইরাল ভিডিওটি-

 

 

বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর