শিরোনাম
৪ ডিসেম্বর, ২০১৬ ০৯:৫১

সূর্যের দেখা মিলবে আরো ১ মাস ২০ দিন পর!

অনলাইন ডেস্ক

সূর্যের দেখা মিলবে আরো ১ মাস ২০ দিন পর!

সংগৃহীত

পৃথিবীর উত্তর মেরুতে প্রতি বছর শীত এলে চিত্রটা একটু ভিন্ন রকম বদলে যায়। তেমনি আমেরিকার আলাস্কা রাজ্যের সর্ব-উত্তরের এলাকা ব্যারো। যেখানে গত ১৫ দিন ধরে রাতের আঁধারে নিমজ্জিত। আর এখানে সূর্যের দেখা মিলবে আরও একমাস ২০ দিন পর! ২০১৭ সালের ২২ জানুয়ারির আগে সূর্য উঠবে না। সর্বশেষ সূর্য দেখা দিয়েছিল গত ১৮ নভেম্বর বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

জানা যায়, এলাকাটিতে যেদিন ফের সূর্য উঠবে, তখন আর এই নগরীটি ব্যারো নামে পরিচিত হবে না। এর নতুন নাম হবে উতকিয়াগভিক। এস্কিমোদের ভাষার এই শব্দের মানে হচ্ছে, বন্য শূকর। চুকচি সাগরের উপকূলের এই নগরী আলাস্কার সবচেয়ে উত্তরে। এখানে মোটে ৪ হাজার ৪০০ মানুষের বাস। তবে ব্যারো যে একেবারে আঁধারে ডুবে আছে তা নয়, দিনের কয়েক ঘণ্টা হালকা আলো-আঁধারি বিরাজ করে। আর তাতেই কোথায় কি আছে, তা দেখে বোঝা যায়।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর