৪ ডিসেম্বর, ২০১৬ ১৪:০০

ক্ষুধার তাড়নায় মার্কিন তরুণীদের সম্ভ্রম বিক্রি

অনলাইন ডেস্ক

ক্ষুধার তাড়নায় মার্কিন তরুণীদের সম্ভ্রম বিক্রি

এ যেন খাদ্যের বিনিময়ে সেক্স...ক্ষুধার তাড়নায় মার্কিন তরুণীরা নাকি সম্ভ্রম বিক্রিতে নেমেছেন। তারা বলছেন, সেক্স চাই? তাহলে আগে রাতের খাবার চাই। 

শুনলে অবাকই লাগার কথা যে বিশ্বের অন্যতম ধনী দেশের তরুণীরা খাবারের বিনিময়ে যৌনকর্মীর ভূমিকায় নেমে পড়েছেন। কিন্তু ওয়াশিংটনভিত্তিক আরবান ইন্সটিটিউট (ইউআই)-এর এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

গত তিন বছরে ১৩ থেকে ১৮ বছর বয়সী ১৯৩ তরুণ-তরুণীর সঙ্গে কথা বলেছেন গবেষকরা। পোর্টল্যান্ডের এক তরুণী ইউআই-এর গবেষকদের বলেছেন, মনে হয় নিজেকেই বিক্রি করছি। কিন্তু অর্থ বা খাবার পেতে আপনি যা দরকার তাই করবেন। 

সাম্প্রতিক আদমশুমারির ফলাফল উদ্বৃত করে ওই গবেষণায় বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ থেকে ১৭ বছর বয়সী ৬৮ লাখের মতো তরুণ-তরুণী নিয়মিত পর্যাপ্ত খাবার পাচ্ছে না। তাদের মধ্যে ৩০ লাখ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। যুক্তরাষ্ট্রে গরীবদের জন্য বিনামূল্যের ফুডব্যাংক থাকলেও অনেকে, বিশেষ করে অপ্রাপ্তবয়স্করা সেই সুযোগ থেকে বঞ্চিত থেকে যায়। ফলে খাদ্যের আশায় 'বিকল্প' খুঁজতে সম্ভ্রব বিনিময় করছে তারা। সূত্র: কলকাতা২৪।


 

বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর