৪ ডিসেম্বর, ২০১৬ ১৪:৩৭

৬ মাস ঘুমিয়ে কাটান যিনি!

অনলাইন ডেস্ক

৬ মাস ঘুমিয়ে কাটান যিনি!

সংগৃহীত

২২ বছরের বেথ গোডিয়ার (Beth Goodier) এক ঘুমে ৬ মাসের আগে চোখ খোলেন না। বহু চেষ্টা করেও তাকে জাগানো যায় না। আত্মীয়রা অধীর আগ্রহে বেথের ঘুম ভেঙে জেগে ওঠার প্রহর গুণতে থাকেন। 

এক বিরল রোগে আক্রান্ত তিনি। Kleine-Levin Syndrome নামেই পরিচিত এই রোগ। একশ জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হন বলে জানা গেছে। রোগীর এমনই অবস্থা হয় যে, দিনের পর দিন মাসের পর মাস সে ঘুমিয়ে থাকে। দুচোখ জুড়ে নেমে আসে নিশ্চিন্তের ঘুম৷সেই ঘুম ভাঙলেই রোগীর খিদে পায়। 

অর্থাৎ ঘুম রোগে আক্রান্তরা জেগে উঠলে দু সপ্তাহের মতো সময় পান। সেই সময় তাদের দেখলে কিছুই মনে হবে না। একেবারে স্বাভাবিক আচরণ করনে তারা। ৬ মাস ঘুমিয়ে থাকার পর Beth Goodier যখন জেগে ওঠেন তখন এমনই দেখতে লাগে।


বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর