৫ ডিসেম্বর, ২০১৬ ১১:৩৩

মানুষখেকো কুমিরের সঙ্গে ১৫ মিনিট

অনলাইন ডেস্ক

মানুষখেকো কুমিরের সঙ্গে ১৫ মিনিট

অস্ট্রেলিয়ার ডারউইন শহরে অবস্থিত পার্কটির নাম ডারউইন ক্রোকোডাইল পার্ক। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, এ পার্কে গেলে দেখা মিলবে শুধু কুমিরের। পার্কে দর্শনার্থীর ভিড় বাড়াতে আরেক অভিনয় উপায় বের করেছেন কর্তৃপক্ষ। তৈরি করা হয়েছে 'ক্রোকোসরাস কেভ' নামক খাঁচার। 

এ খাঁচায় কুমির থাকে না। তাদের অবাধ বিচরণ পানিতেই। এ খাঁচায় ছেড়ে দেয়া হয় অপার সাহসের অধিকারী দর্শনার্থীদের। তারা খাঁচায় প্রবেশ করে পানির নিচে থাকা কুমিরদের অবাধ বিচরণ দেখে মুগ্ধ হন। অর্জন করেন বিরল অভিজ্ঞতা। মৃত্যুকে খুব কাছে থেকে দেখার অনন্য সুযোগ লাভে এরইমধ্যে খাঁচায় ঢুকতে মানুষের লাইন পড়ে গেছে। 

কিন্তু চাইলেই এ খাঁচায় প্রবেশ করা যায় না। তার জন্য গুণতে হবে মোটা অংকের অর্থ। নিতে হবে প্রশিক্ষণ। তবেই মিলবে এই বিরল সুযোগ। প্রশিক্ষণ নেয়ার পর নোনাজলের হিংস্র কুমিরের সামনে খাঁচাবন্দি অবস্থায় ছেড়ে দেওয়া হয় পর্যটকদের। একবার প্রবেশের পর টানা ১৫ মিনিট থাকা যাবে ওই খাঁচায়। 


বিডি প্রতিদিন/৫ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর