৬ ডিসেম্বর, ২০১৬ ০৮:৫২

পাবলিক টয়লেট ব্যবহার করে ৫ টাকার চেক

অনলাইন ডেস্ক

পাবলিক টয়লেট ব্যবহার করে ৫ টাকার চেক

পাবলিক টয়লেট ব্যবহার করে ৫ টাকার চেক কেটে দিলেন ভারতের মাদুরাই এর 'ক্যাশ লেস' এক ব্যাক্তি। ৫ টাকার চেক দিয়ে পাবলিক টয়লেট ব্যবহার করার নজির বোধহয় এটাই প্রথম।  

৮ নভেম্বর থেকেই ভারতে 'নোট বাতিল' ইস্যুতে ক্যাশ লেস আম জনতা। পকেটে টাকা আছে, অথচ লেনদেন হবে না। ব্যাংকে গচ্ছিত নিজের টাকাই পাচ্ছেন না আমানতকারী। ২০০০ টাকার নতুন নোট হাতে পেয়েছে আম আদমি, তবে আকাল পড়েছে খুচরোর। তাই টাকা হাতে পেয়েও বিপদেই জনতা।

না চাইলেও ক্যাশ লেস সমাজের পথেই হাঁটছে ভারত। এবার সামনে আসল চেকের লেনদেন। তাও আবার ৫ টাকার চেক দিয়ে পাবলিক টয়লেট ব্যবহার। 

বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর