৮ ডিসেম্বর, ২০১৬ ১৮:৫২

বিলুপ্তির পথে মেরু ভাল্লুক!

অনলাইন ডেস্ক

বিলুপ্তির পথে মেরু ভাল্লুক!

সম্প্রতি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার (IUCN)-এর এক রিসার্চ রিপোর্টে বলা হয়েছে, খুব বেশি হলে আর ৪০ বছর! তারপরই বিলুপ্ত হয়ে যাবে মেরু অঞ্চলের ভাল্লুক গুলো! যেহেতু সুমেরুতে দ্রুত হারে বরফ গলছে। আর এতে আগামী ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে এক তৃতীয়াংশ পোলার বিয়ার বা মেরু ভাল্লুকগুলো!

জানা যায়, বিশ্ব উষ্ণায়নের জেরে অদূর ভবিষ্যতে যে সব প্রজাতির প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, সেই লাল তালিকায় প্রথমেই রয়েছে পোলার বিয়ার। বিজ্ঞানীরা স্পষ্ট করে বলেছেন, গরমের জেরে সামুদ্রিক বরফ গলে যাচ্ছে দ্রুত হারে। ফলে পোলার বিয়ারদের বাঁচার আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। পোলার বিয়ারের সংখ্যা ২৬ হাজার থেকে কমে ১৭ হাজার হয়ে যাবে আগামী ৩৫ বছরেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর