৯ ডিসেম্বর, ২০১৬ ০৩:৩০

বয়স ১০৪ বছর, তবুও জিমে যান নিয়মিত!

অনলাইন ডেস্ক

বয়স ১০৪ বছর, তবুও জিমে যান নিয়মিত!

মানুষ তার ইচ্ছেশক্তি দিয়ে সব কিছুই করতে পারে। আর সেই ইচ্ছেশক্তির প্রমাণ দিলেন ১০৪ বছরের রে শাভেজ নামের এক বৃদ্ধ। শতবর্ষী এই বৃদ্ধ নিয়মিত জিমে গিয়ে নজির গড়েছেন। 

রে শাভেজ পার্ল হারবারের বাসিন্দা। একসময় প্রায় অথর্ব হয়ে পড়েছিলেন। হাঁটতে বেরিয়ে পা-ও ভেঙেছিলেন। বেশ কিছুদিন চিকিৎসার পর একটু সুস্থ হয়ে ওঠেন। সেই সময় তার মেয়ে এক জিম ইনস্ট্রাকটরের খোঁজ পান। এই ইনস্ট্রাকটর নাকি একশো বছরের আরও একজনকে জিমমুখী করেছিলেন। জিমে তিনি যখন প্রথম যান তখন শাভেজের বয়স ১০২ বছর। প্রথমবার বেশ অসুবিধায় পড়েছিলেন। বলা যায়, রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিলেন তিনি। তখন স্টেশনারি বাইকের প্যাডল নড়াতে পর্যন্ত পারেননি।

ধীরে ধীরে ব্যাপারটা সয়ে যায়। শুধু সয়েই গেল না, জিমে যেন নেশা ধরে গেল তার। এখন  জিমে যাওয়া বাঁধা তাঁর। এবং এই ব্যাপারে তরুণ প্রজন্মের কাছে তিনি প্রায় ইনস্পিরেশন।

 

বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর