৯ ডিসেম্বর, ২০১৬ ২০:৩৬

এবার সারা বছরই খোলা থাকবে 'আইস হোটেল'

অনলাইন ডেস্ক

এবার সারা বছরই খোলা থাকবে 'আইস হোটেল'

হোটেলটি সম্পূর্ণভাবে তৈরি বরফ দিয়ে৷ তার সৌন্দর্য দেখলে অনেক নামিদামি পাঁচ তারার হোটেলও লজ্জায় লাল হয়ে যাবে৷ খাওয়া থেকে শুরু করে শোয়া পর্যন্ত সব কিছুই হবে বরফের মধ্যে৷ এমনই অদ্ভুত হোটেলের জন্য বিখ্যাত সুইডেন৷ নির্দিষ্ট সময়ের জন্য নয়, জানা গেছে এবার থেকে সারা বছরই খোলা থাকবে এই হোটেল৷ জমজমাট নামও হয়েছে- ICE HOTEL 365

সুইডেনের উত্তরাঞ্চলের এই হোটেল ১৯৮৯ সালে খোলার পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে ৷হোটেলটা বরফের শক্ত গাঁথুনি দিয়ে তৈরি৷ বাইরে দেখতে মেরু অঞ্চলের বাসিন্দাদের বাড়ি ইগলুর মতো৷ হোটেল কর্তৃপক্ষ ব্যবহার করছে নতুন সৌর চালিত কুলিং প্রযুক্তি ,যা দিয়ে গরমের সময় তৈরি হবে বরফ।

হোটেলের ভিতর ঢুকলেই চমকের পর চমক রয়েছে। সেখানে বার, আর্ট গ্যালারি এসব তো রয়েছেই৷ আর সেই সঙ্গে আছে ১০টি অভিজাত বিলাসবহুল স্যুইট। মেরু বলয় বা আর্কটিক সার্কেলের ২০০ কিলোমিটার উত্তরে সুইডেনের এই হোটেল প্রতিবছরই নতুন নতুন রূপে দেখা দেয়৷ 

বসন্তকালে কর্তৃপক্ষ নদী থেকে তুলে আনে তাল তাল বরপ৷  সবমিলে ওজন দাঁড়ায় ৫০০০ টন৷ সেই বরফ দিয়েই তৈরি হয় হোটেল৷ এবার থেকে বিশেষ প্রক্রিয়ায় সেই বরফ তৈরি করে নেওয়া হবে৷ তাই পুরো বছরই বরফ হোটেলের দরজা খোলা থাকছে৷


বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১০

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর