১১ ডিসেম্বর, ২০১৬ ১৩:০৩

বছরের অধিক সময় ঘুমিয়ে কাটান যে তরুণী

অনলাইন ডেস্ক

বছরের অধিক সময় ঘুমিয়ে কাটান যে তরুণী

চিকিৎসকদের ভাষায় দূরারোগ্য স্নায়ুর রোগটির পোশাকি নাম হলো ক্লেইন লেভিন সিনড্রোম বা কেএলএস। সহজ কথায় বলা হয় 'স্লিপিং বিউটি সিনড্রোম'।

আর এমন রোগে ভুগছেন বেথ গুডিয়ার নামে এক ব্রিটিশ তরুণী। জানা যায়, দিনের প্রায় ৭৫ শতাংশ সময়ই ঘুমিয়ে কাটান বেথ!
তরুণীর মা জেনাইন জানিয়েছেন, মেয়ের বয়স মাত্র ২২ বছর! কিন্তু আজ থেকে বছর পাঁচেক আগে হঠাৎ একদিন এই রোগের সিনড্রোম ধরা পড়ে। তারপর থেকে আজ পর্যন্ত চলছে চিকিৎসা আর সেই সঙ্গে ঘুমের পালা! হাজার চেষ্টা করেও কিছুতেই জেগে থাকতে পারেন না বেথ!

জেনাইনা আরও জানিয়েছেন, যে সময়টা জেগে থাকেন, সেই সময়ে আর পাঁচজনের মতোই সাধারণ জীবনযাপন করেন এই তরুণী। আর এভাবে দিন-রাতের পার্থক্য ঘুমের মধ্যে দিয়ে মুছে যাওয়ায় ইতিমধ্যে তার লাইফ স্টাইল অন্যদের চেয়ে আলাদা হয়ে গেছে। ফলে এখনও পর্যন্ত খুব সামান্য হলেও বহির্বিশ্বের সঙ্গে বাড়ছে বেথের দূরত্ব।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর