২৪ জানুয়ারি, ২০১৭ ১৪:৪৮

স্তন্যপায়ীদের ৬০ শতাংশই বিলুপ্তির মুখে!

অনলাইন ডেস্ক

স্তন্যপায়ীদের ৬০ শতাংশই বিলুপ্তির মুখে!

ফাইল ছবি

সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস নামে জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখা যায়, আমাদের মানুষদের সবচেয়ে কাছের জৈবিক আত্মীয়দের ভবিষ্যত ফিকে হয়ে আসছে। একমাত্র বিশ্বব্যাপী বিশেষভাবে সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেই তাদেরকে রক্ষা করা সম্ভব হবে। কনজারভেশন ইন্টারন্যাশনাল এর সভাপতি রাসেল মিটারমেইয়ার বলেন, আমাদের জীবদ্দশাতেই হয়তো কিছু স্তন্যপায়ী প্রাণি বিলুপ্ত হয়ে যেতে পারে। যদি না আমরা সেসবকে রক্ষায় নাটকীয়ভাবে প্রচেষ্টা বাড়াই। 

তাছাড়া বনমানুষ, বানর, টার্সিয়ার, লেমুর এবং লরিস জনসংখ্যার ওপর বিস্তৃত পরিসরের পর্যবেক্ষণ থেকে দেখা গেছে, সব স্তন্যপায়ীদের প্রায় ৬০ শতাংশই এখন বিলুপ্তির মুখে রয়েছে। আর ৭৫ শতাংশই সংখ্যায় কমে আসছে। সাধারণত মাদাগাস্কার, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এই চারটি দেশেই বিশ্বের দুই তৃতীয়াংশ স্তন্যপায়ী প্রজাতির প্রাণিদের বাস। স্তন্যপায়ী প্রাণিদের বেশিরভাগই মূলত গ্রীষ্মমণ্ডলীয় ঘণবর্ষণ বনাঞ্চলের বাসিন্দা। আর এই দেশগুলোতেই এই ধরনের আবাসস্থল বেশি আছে। কিন্তু বিশ্বব্যাপী এই ধরনের আবাসস্থলের পরিমাণ কমে আসছে। সূত্র: লাইভ সায়েন্স।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর