Bangladesh Pratidin

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:২৯ অনলাইন ভার্সন
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৩৪
যন্ত্রণাদায়ক প্রসব ব্যথা টেরই পাননি মা!
অনলাইন ডেস্ক
যন্ত্রণাদায়ক প্রসব ব্যথা টেরই পাননি মা!

নারীদের জন্য পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক অনুভূতি প্রসব ব্যথা। আর সেই প্রসব বেদনাই টের পেলেন না মা! ঘুমের ঘোরেই জন্ম দিলেন ফুটফুটে শিশুর। সম্প্রতি এ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। ২৩ বছর বয়সী এই সদ্য মায়ের নাম এলিস পায়নে। এ ঘটনায় হতবাক হয়ে যাওয়া চিকিৎসকরা চমকের ঘোর সামলানোর পর প্রথমেই যা জানিয়েছেন তা হচ্ছে, প্রসূতি ও নবজাতক ছেলেটি সুস্থ আছে।

দেশটির হাসপাতালের একজন নার্স জানান, সন্তানসম্ভবা এলিস ঘুমের ওষুধ খেয়ে ঘণ্টাখানেকের জন্য নিদ্রা যান। এরপর ঘুম থেকে উঠে দেখেন তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। বিষয়টি এলিস নিজেও যেমন টের পারননি, তেমনি প্রসব বেদনার সংকেত জানাতে তার শরীরে সংযুক্ত ডিভাইসগুলোও বুঝতে পারেনি কিছু। ফলে যন্ত্রগুলো সংকেত জানায়নি, ডক্তাররাও টের পাননি। এধরনের ঘটনা প্রথম ঘটলো যে একজন প্রসূতি সন্তান জন্ম দিলেন অথচ যন্ত্রণা-বেদনা কিছুই টের পেলেন না। এমন কথা জানালেন ওই নার্স।

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow