Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৩১ অনলাইন ভার্সন
টেনিস বল খেয়ে নিল এই সাপটি!
অনলাইন ডেস্ক
টেনিস বল খেয়ে নিল এই সাপটি!

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি অজগর সাপ আস্তা একটি টেনিস বল গলাধঃকরণ করার পর তার জীবনসংশয় দেখা দেয়। তবে ভাগ্যক্রমে বিষয়টি কয়েকজনের নজরে আসে। ফলে প্রাণী চিকিৎসকরা সাপটির পেট থেকে বলটি বের করতে সক্ষম হন। তবে সময়মতো বিষয়টি নজরে আসায় চিকিৎসকরা তার পেট থেকে বলটি বের করতে সক্ষম হন। আর এতে জীবন রক্ষা পায় সাপটির।

এ বিষয়ে টাউন্সভাইল ভেটেরিনারি ক্লিনিকের সিনিয়র ভেট নার্স ট্রিশ প্রেন্ডারগেস্ট বলেন, সাপটি গলায় বল আটকে মারা যেতে বসেছিল। কারণ এর বল হজম করার মতো ক্ষমতা যেমন ছিল না, তেমন এটি বের করে দেওয়ারও কোনো উপায় ছিল না। সাপটির এ অবস্থা প্রথম দেখতে পান বেলজিয়ান গার্ডেনসের এক স্থানীয় ব্যক্তি। তিনি গত ৬ ফেব্রুয়ারি তার ব্যাকইয়ার্ডে সাপটিকে দেখেন এবং সাপ ধরার জন্য পেশাদার এক লোককে ডাকেন। এরপর এ কাজে পেশাদার ব্রায়ান ওয়েস্ট নামে একজন লাইসেন্সধারী ব্যক্তি গিয়ে সাপটি ধরেন। অজগরের এ প্রজাতিটি অস্ট্রেলিয়ায় প্রচুর দেখা যায়। মূলত বার্মিজ প্রজাতি হিসেবেই এটি পরিচিত। আর এ সাপটি পূর্ণবয়স্ক হলে প্রায় ১৪ ফুট লম্বা হতে পারে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow