Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০৫:৪৭ অনলাইন ভার্সন
কাজকর্ম ফেলে বডি ম্যাসাজে মজলেন পুলিশ!
অনলাইন ডেস্ক
কাজকর্ম ফেলে বডি ম্যাসাজে মজলেন পুলিশ!
সংগৃহীত ছবি

থানায় অভিযোগ জানাতে আসা এক ব্যক্তির কাছে বডি ম্যাসাজের আবদার করলেন পুলিশ। কাজকর্ম ফেলে রীতিমতো আরামে মজে গেলেন। আর কাজের জন্য যারা এসেছেন তারা কেবল দেখতে থাকলেন পুরো বিষয়টি।

আর এই ঘটনারই ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভারতের অমৃতসরের এক পুলিশ চৌকিতে ঘটেছে এই ঘটনা। দরকারে থানায় আসা ব্যক্তিদের বসিয়ে রেখে তাদের সামনেই বডি ম্যাসাজ করালেন পুলিশ কর্মী।

ভিডিওটিতে প্রকাশ্যে আসায় স্বভাবতই বিতর্কের ঝড় উঠেছে। ভিডিও দেখে নড়েচড়ে বসেছে প্রশাসনও। আর এরপরই ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow