Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:১০ অনলাইন ভার্সন
আপডেট :
যে কারণে পাখিদের দাঁত থাকে না, জানাচ্ছে গবেষণা
অনলাইন ডেস্ক
যে কারণে পাখিদের দাঁত থাকে না, জানাচ্ছে গবেষণা

পাখিদের কেন দাঁত থাকে না? কখনো ভেবে দেখেছেন কী? না জেনে থাকলে জেনে নিন। এ বিষয়ে গবেষকরা খুঁজে পেয়েছেন দারুণ এক তথ্য।

পাখিদের দাঁত না থাকার পিছনে এটা অন্যতম কারণ বলে মনে করছেন তারা। সমীক্ষাটি প্রকাশিত হয়েছে 'কারেন্ট বায়োলজি' জার্নালে।  

জানা যায়, একধরনের ডায়নোসর প্রজাতির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা, যাদের দুধের দাঁত ছিল। কিন্তু সেই দুধের দাঁত পড়ে যাওয়ার পর নতুন করে আর দাঁত ওঠেনি। বরং বদলে গেছে দৈহিক গঠন। যে কারণেই হয়তো পাখিদের চঞ্চু আছে। দাঁত নেই। শিশু থেকে পূর্ণবয়স্ক, প্রায় ১৯ ধরনের জুরাসিক সেরাটোসরিয়ান থেরোপড লিমুসরারস ইনএক্সট্রিক্যাবিলিস কঙ্কালের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। বিবর্তনকালে পাখিদের পূর্বপুরুষ হল লিমুসরারস ইনএক্সট্রিক্যাবিলিস। কীভাবে সময়ের সাথে সাথে দাঁত লুপ্ত হয়েছে, পরীক্ষায় উঠে এসেছে সেই তথ্য। শিশু কঙ্কালে শক্ত ও তীক্ষ্ণ দাঁত থাকলেও, ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক কঙ্কালে দেখা যায় কোন দাঁত নেই। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

বিডি প্রতিদিন/মজুমদার

আপনার মন্তব্য

up-arrow