Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:১৫ অনলাইন ভার্সন
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০৭:৩৪
অংকে পারদর্শী এই কুকুরটি! (ভিডিও)
অনলাইন ডেস্ক
অংকে পারদর্শী এই কুকুরটি! (ভিডিও)

কুকুর সাধারণত আমাদের কাছে শিকারি ও বন্ধুবৎসল বলেই পরিচিত। কিন্তু বিশেষ এক জাতের কুকুর গণিত পারদর্শীতার জন্য বাহবা কুড়িয়েছে।

যদিও এর আগে প্রভু ভক্ত কুকুরের অনেক গল্প আমরা পড়েছি। অনেকেই বাড়িতে দেশি বিদেশি নানা প্রজাতির কুকুর পোষে থাকেন। পুলিশও দুষ্কৃতি ধরতে বিশেষ ট্রেনিংপ্রাপ্ত কুকুরের সাহায্য নেয়। তবে অংক শাস্ত্রে পারদর্শী কুকুর সচারচর দেখা যায় না।

সম্প্রতি পাওয়া গেছে এমন এক ভাইরাল ভিডিও যেখানে প্রভুর নির্দেশ মত এক সারমেয় অনায়াসেই যোগ, বিয়োগ, গুন, ভাগ করে দিচ্ছে।

বিডি প্রতিদিন/মজুমদার

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow