২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:১২

রোবটেরও যথোপযুক্ত ট্যাক্স দেওয়া উচিত: বিল গেটস

অনলাইন ডেস্ক

রোবটেরও যথোপযুক্ত ট্যাক্স দেওয়া উচিত: বিল গেটস

ফাইল ছবি

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস  রোবটদের বেতন দেওয়ার প্রতি তার সমর্থনের কথা জানিয়েছেন। তিনি বলেন, যে রোবটেরা মানুষের চাকরি চুরি করছে তাদের যথোপযুক্ত ট্যাক্স দেওয়া উচিত। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। 

সাক্ষাৎকারে তিনি এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে ধরুন একজন কর্মী কারখানায় ৫০ হাজার ডলার আয় করেন। এ আয় থেকে তিনি ট্যাক্স দেন, সামাজিক নিরাপত্তার জন্য ও এ ধরনের নানা কাজে অর্থ ব্যয় করেন। তবে এসব কাজ যদি একটি রোবট এসে দখল করে নেয় এবং একই কাজ করতে থাকে তাহলে রোবটকে একইভাবে ট্যাক্সের আওতায় আনার বিষয়টি চিন্তা করা উচিত। 

কোয়ার্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস এ বিষয়টি তুলে ধরে জানান, রোবটের ওপর ট্যাক্স থেকে অর্জিত অর্থ পরবর্তীতে নানা ধরনের সামাজিক কাজে ব্যয় করা যায়। এর মধ্যে থাকতে পারে বৃদ্ধদের দেখাশোনা কিংবা শিশুদের স্কুলের ব্যয় নির্বাহ। এর আগে অবশ্য ইউরোপিয়ান ইউনিয়ন এ ধরনের রোবট ট্যাক্স আরোপ করার কথা চিন্তা করেছিল। তবে তা বাতিল হয়ে যায়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর