২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:৪০

এবার সত্যিকারের জুরাসিক পার্কের সন্ধান মিলল চীনে

অনলাইন ডেস্ক

এবার সত্যিকারের জুরাসিক পার্কের সন্ধান মিলল চীনে

প্রতীকী ছবি

বিশ্ববিখ্যাত হলিউড ছবি স্পিলবার্গের জুরাসিক পার্কের এবার বাস্তব সন্ধান পাওয়া গেছে। চীনের জেজাং প্রদেশে এমনই এক জুরাসিক পার্কের সন্ধান পেলেন ভূবিজ্ঞানীরা। প্রায় ৮২টি ডাইনোসোরের ফসিল উদ্ধার হয়েছে এই এলাকা থেকে। তার মধ্যে ৮টি নতুন প্রজাতির। 

৮২টি ফসিলের মধ্যে অবশ্য ২৫ রকমের ডাইনোসোরের ডিমও রয়েছে। ২০০৬ সাল থেকে এই এলাকায় গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। জেজাং প্রদেশের প্রায় ১১ হাজার কিলোমিটার এলাকা জুড়ে নানা পরীক্ষা নিরিক্ষা করে ফসিল গুলির সন্ধান পান তারা।  

বিজ্ঞানীদের অনুমান স্পিলবার্গের জুরাসিক পার্কের মতোই বিভিন্ন প্রজাতির ডাইনোসোরের বিচরণ ভূমি ছিল এটি। ধীরে ধীরে খাদ্যাভাব আর আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে তাঁদের অবলুপ্তি ঘটে। আবার বিধ্বংসী ভূমিকম্পের ফলেও মাটির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তাদের‌। 

আরও ফসিলের সন্ধান মিলতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সেজন্য নতুন করে পরীক্ষা চালাচ্ছেন তারা।


বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর